Welcome to Sri Ramakrishna Ashrama Institute
প্রভু তোমার আলোক দানে মোদের
ঘুচুক অন্ধকার,
তুমি বিশ্বপিতা মঙ্গলময়
নমি বারংবার ।
প্রভু অন্ধকার মোছাও
তুমি জ্ঞানের দীপ জ্বালাও।
প্রভু দূর করে দাও সংশয় লাজ
ভয় ভেঙে দাও প্রাণে,
সকল বাধার জয় হয় যেন
তোমার অভয়দানে ।
প্রভু অন্তরে দাও ভক্তি মোদের
দৃষ্টিতে দাও আলো,
যেন সদাই শুভকর্মে থাকি
বাসতে পারি ভালো ।।